জটিল ছুটি নেওয়ার পদ্ধতি।

বল্টুর অফিসে বস সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ঈদের আগে কেউ ছুটি পাবেনা। তবে কাহারো বাবা মা অসুস্থ হলে বা মারাগেলে ও কাছের আত্নিয়সজন মারা গেলে,  ছুটি পাবে।
বল্টু ছুটি দরকার, বল্টু বসকে বলল স্যার আমার ছুটি লাগবে।
বস, 'কেন?'
বল্টু, "স্যার, আমার দাদা মারা গিয়েছে।"
বল্টু তিন চার দিন ছুটি কাটিয়ে আসলো। কিছুদিন পর আবার বলল, স্যার আমার ছুটি লাগবে।
বস, "কেন?"
বল্টু, "স্যার, আমার দাদি  মারা গিয়েছে।"
আবার চার পাঁচদিন ছুটি কাটিয়ে আসলো,  বল্টু। কিছুদিন পর, বল্টুর ছুটি প্রয়োজন হল।

বল্টু, "স্যার, আমার ছুটি লাগবে।"
বস, "কেন?"
বল্টু, "স্যার, আমার দাদা মারা গিয়েছে।"
বস, "মানে, কয়দিন আগেইতো আপনার দাদা মারা গেলো?"
বল্টু, "স্যার, আর বলিয়েন না দাদা মরলে দাদি বিয়ে করে। আর দাদি মরলে দাদায়ে বিয়ে করে।

গোপাল ভাঁড়কে ঠকানো সোজা নয়


আবুলের খুব ইচ্ছে গোপালকে ঠকানোর। একদিন আবুল সকাল বেলা রাস্তাদিয়ে হাটছে, গোপাল অপর দিক হতে আসছে।

আবুল : দাদা কেমন আছো?

গোপাল : ভাল আছি। তুমি কেমন আছো?

আবুল : ভাল। দাদা আজ রাতে একটা মজার স্বপ্ন দেখেছি?
গোপাল: কি স্বপ্ন?

আবুল: স্বপ্নে দেখলাম যে, আমি আর তুমি হাটছি, হঠাৎ তুমি গুয়ের ড্রেনে পরে গেলে আর আমি মধুর ড্রেনে।

গোপাল: আর কি দেখলে?

আবুল: আরকিছু দেখিনি দাদা?

গোপাল: আমি ও একই স্বপ্ন দেখেছি ভাই, তোমার আর আমার কি মিল তাই না। আমি কিন্তু পুরো স্বপ্নই দেখেছি।

আবুল: তুমিও দেখেছ, কি মজার স্বপ্ন তাই না! আর কি দেখলে তুমি?

গোপাল: খুবি মজার স্বপ্ন! আমি আরও দেখলাম যে, তুমি মধুর ড্রেন থেকে উঠে, আমাকে গুয়ের ড্রেন হতে টেনে তুলে। পরিষ্কার করার জন্য কোথাও জল পাওয়া যাচ্ছিলনা। পরে তোমার গা আমি চেটে পরিষ্কার করে দিলাম আর তুমি আমার গা চেটে পরিষ্কার করে দিলে। খুব মজার স্বপ্ন তাইনা ভাই আবুল?

আবুল: দাদা আমি আসলেই একটা আবুল।

লেবু ঘুষ হিসেব মেলানো বর দায়

এক চোরের দুটি লেবু প্রয়োজন, লেবুর গাছটি আছে রাজবাড়ীর মধ্যে। রাজবাড়ির সাতটি গেট, সাত গেটে সাত দারোয়ান দারিয়ে। সে অনেক চিন্তাকরে চুরির কোনো বুদ্ধি ফন্দিতে পারলনা, তাই সে ঘুষের চিন্তা করল।

সে প্রথম গেটে প্রথম দারোয়ানকে বলল, ভাই আমার দুটা লেবু দরকার। প্রথম দারোয়ান বলল টিক আছে, তবে তুই যা আনবি তার অর্ধেক আমাকে দিবি।

দ্বিতীয় দারোয়ান একই শর্ত দিল যা আনেব তার অর্ধেক দিতে হবে। একে একে সবাই একই শর্ত দিল।

চোরটি গাছের নিচে গিয়ে চিন্তাই পরে গেল। তার দরকার দুটা লেবু, সে কয়টা লেবু তুলবে, তবে সে সাত দারোয়ানের শর্ত মতাবেক সাতটি গেট পার হয়ে দুটি লেবু পাবে।

এখন যদি সে তোমাকে ফোন করে বলে ভাই কয়টা লেবু তুলে আমি শর্ত মতাবেক দুইটা লেবু পাব, তুমি কয়টা লেবু তাকে তুলতে বলবে?

অসময়ের আম

হাবিব একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ ডাক্তার ভিজিটের জন্য ডাক্তরের চেম্বারের সামনে উঠানে  আম গাছের ওপরে দিকে আনমনে তাকিয়ে আছে।

ডাক্তারের বৃদ্ধ এ্যাটেন্টডেন্টস্ পিছোনে এসে দাঁড়িয়ে বলছে, “হাইরে আম হইছে।”

হাবিব প্রথমে আম গাছে অসময়ে আম খুজছে। কিন্তু আম কি পাওয়া যাবে? হাবিব,  “ঐ বুড়া কই দেখলি? চোখ কানাটানা হইছে নাকি!”

বৃদ্ধ, “আরে দেওয়ানি তুই আম খুজছি গাছে, আম হইছে মোরেই। ঔষধ আছে নাকি , ঔষধ দে।” 

ছোট একটা ধাঁধাঁ, যে পড়ে উত্তর দিতে না পারবে সেই একটা বড় গাধা।

দুই বাড়ীর দুই সাদে, দুই দল কবুতর বসে তর্ক -তর্কী হচ্ছে।

১ম দল বলছে , তোরা তিন জন আমাদের দলে আয়, আমরা তোদের দিগুণ হই।


২য় দল বলছে, না, তোরা তিন জন আমাদের দলে আয়, আমরা তোদের সমান সমান হই।


এখন আপনাকে বলতে হবে ১ম দলে কতটি কবুতর আর ২য় দলে কতটি কবুতর ছিল??

বউ কি বলে আর স্বামী কি শোনে।।

এক ভদ্রমহিলা, তার স্বামীকে হাঁস আনতে বলে।
কিন্তু তার স্বামী হাঁস না এনে একটা বাঁশ আনলো।
ভদ্রমহিলা তাকে জিঙ্গাসা করল, এটা কি নিয়ে আসলে?
তার স্বামী বলল, আরও বড়?